পবিপ্রবি প্রতিনিধি

  ৩০ নভেম্বর, ২০২৪

ইসকন নিষিদ্ধের দাবি করায় প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ছবি : প্রতিদিনের সংবাদ

ইসকন নিষিদ্ধের দাবি তোলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন তরুণ সমাজকর্মী মো. আবু জুবায়ের। ২৮ নভেম্বর তিনি মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে হুমকির বিবরণ ও অভিযুক্ত ব্যক্তির তথ্য তুলে ধরা হয়েছে।

মো: আবু জুবায়ের একজন প্রতিশ্রুতিশীল সমাজকর্মী এবং সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট। তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করছেন এবং তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তার অর্জনের মধ্যে রয়েছে জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান এবং ২০২৪ সালে এশিয়া প্যাসিফিক ডিপ্লোমেসি ফোরামে আন্তর্জাতিক যুব নেতৃত্ব পুরস্কার।

জুবায়ের অভিযোগে উল্লেখ করেন, গত ২৭ নভেম্বর ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে সম্রাট মহান্ত নামের একজন ব্যক্তি ফেসবুকের মাধ্যমে তার ঠিকানা জানতে চান এবং মিরপুর-১৪ বোটানিক্যাল গার্ডেনে দেখা করার জন্য চাপ দেন। এছাড়াও, অভিযুক্ত ব্যক্তি বিভিন্নভাবে তাকে ‘দেখে নেওয়া’ এবং ক্ষতি করার হুমকি দেন।

মোহাম্মদপুর থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘অভিযোগটি আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পবিপ্রবি,সোশ্যাল অক্টিভিস্ট,ইসকন,হুমকি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close