reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহে কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ নগরীর বিসিক শিল্পনগরীতে একটি কীটনাশক গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সকাল ১০টায় নগরীর মাসকান্দার শিল্প এলাকায় আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, বিসিক শিল্প নগরীর এ/৩ নম্বর ব্লকে এম রহমান ইন্ডাস্ট্রিয়ালের গোডাউন ভাড়া নেন হেকেম বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কেমিক্যালসহ বিভিন্ন কৃষি উপকরণ রাখা হয়েছিল। সকাল ১০টায় এই গোডাউনে আগুন লাগে। ময়মনসিংহ, ত্রিশাল, মুক্তাগাছাসহ ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দীর্ঘ দুই ঘণ্টা ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে আগুন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close