গাজীপুর প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৪

গাজীপুরে কোরআন অবমাননার অভিযোগে কলেজ ছাত্র গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ।

গাজীপুরে পবিত্র কোরআন শরীফ অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শুভ সরকার (১৮) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে আদালতে হাজির করলে তাকে কারগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার কারণে ওই ছাত্রের বাবা ও মাকে পুলিশ হেফাজতে এবং ভাড়া বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জয়দেবপুর থানার আমতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. ইয়াকুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শুভ সরকার ময়মনসিংহের নান্দাইল থানা এলাকার বাসিন্দা সুকুমার সরকার ও বাসন্তী রাণীর ছেলে। তারা স্বপরিবারে গাজীপুর সদর উপজেলর বাড়িয়া ইউনিয়নের দিগধা গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকেন। গ্রেপ্তার শুভ সরকার গাজীপুরের একটি বেসরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

আমতলী পুলিশ ফাঁড়ির এসআই মো. ইয়াকুব হোসেন বলেন, ওই ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পবিত্র কোরান শরীফকে অবমাননা করে একটি আপত্তিকর পোস্ট দেয়। এতে অসন্তোষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পোস্ট দাতাকে শনাক্ত করার পর বৃহস্পতিবার ভোররাত গ্রেপ্তার আটক হয় হয়। এ ব্যাপারে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে তিনি বাদী হয়ে মামলা দায়ের করেন।

তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার কারণে ওই যুবকের বাবা ও মাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের ভাড়া বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,কোরআন শরীফ অবমাননা,গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close