ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় “শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় “শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আউটার চত্বরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়ার আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া।
এতে ব্রাহ্মণবাড়িয়া ড্যাব এর সভাপতি ডা. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ড্যাব এর সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যাডমিন্টন টুর্নামেন্ট সাব কমিটির আহবায়ক ডাক্তার মোহাম্মদ আকতার হোসেন, সদস্য সচিব ডা. কাজী সায়হাম অর্নব।
এ সময় উপস্থিত ছিলেন নিহত মুগ্ধের চাচা ও পৌর ডিগ্রী কলেজের সভাপতি এবিএম মমিনুল হক, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা উত্তর) চিকিৎসক একরামুল রেজা, ড্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি চিকিৎসক মেসবাহ উদ্দিন চৌধুরী, ড্যাবের সিনিয়র সহ সভাপতি রহিমা খাতুন শেফালী, ড্যাবের সহ সাধারণ সম্পাদক চিকিৎসক হিমেল খান, কোষাধ্যক্ষ চিকিৎসক মনির হোসেন, সাবেক সিভিল সার্জন আবু সালেহ মো. মুসা খান, এনডিএফ সভাপতি ডা. আবু হানিফ, কেন্দ্রীয় ড্যাব নেতা জুনায়েদুর রহমান লিখন, ড্যাবের নেতা চিকিৎসক আমান উল্লাহ আমান, চিকিৎসক মনিরুল ইসলাম চয়ন, চিকিৎসক সারোয়ার হোসেন, চিকিৎসক মো. শাহজাহান, চিকিৎসক শারমীন সুলতান, চিকিৎসক সায়মন, চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম, চিকিৎসক এমিল, চিকিৎসক জাকিয়া সুলতানা রুনা, চিকিৎসক নাবিদ আলম প্রমুখ।