ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৪

মধ্যনগরে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: প্রতিদিনের সংবাদ।

সুনামেগঞ্জের মধ্যনগর উপজেলার মধন্যনগর ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ের সামনে থেকে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) দুপুর ১২টার দিকে এই অবৈধভাবে দখলকৃত ভূমিতে বসতবাড়ী স্থাপনা ভেঙ্গে ঘুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্যাট মোঃ রৌশন আহম্মেদ ও মধ্যনগর-ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান।

জানা যায়, মধ্যনগর ভূমি অফিসের ৯ শতক জায়গা জুড়ে অবৈধভাবে দখল করে থাকা ১৫টি পরিবারকে দীর্ঘদিন নোটিশ করার পরেও তারা স্বঃ স্বঃ স্থাপনা সরিয়ে না নেওয়ায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের মাধ্যমে নির্মিত অবৈধ স্থাপনা গুলো এস্কেভেটরের মাধ্যমে ভেঙ্গে ফেলা হয় এবং তা অপসারণ করা হয়।

এ সময় উপসস্থিত ছিলেন মধ্যনগর ভূমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন, মধ্যনগর থানার অফিসার ভারপ্রাপ্ত ওসি স্বজীব রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মধ্যনগর,অবৈধ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close