ফেনী প্রতিনিধি
ফেনীতে সার-বীজ পাচ্ছেন ৬০ হাজার কৃষক
ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পূর্নবাসন কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এতে জেলার ৬ উপজেলায় ৬০ হাজার কৃষক পূনর্বাসের আওতায় পাচ্ছেন এ সুবিধা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও ভারতীয় পাহাড়ী ঢলের পানিতে জেলার ৬ উপজেলার কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। আমন আবাদ বিঘ্ন ঘটে। সেই ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমে সবজি আবাদ, রবি ফসল এবং বোরো আবাদে কৃষকদের উৎসাহ যোগাচ্ছে কৃষি বিভাগ। ইতিমধ্যে সরকার জেলার ৬ উপজেলায় ৬০ হাজার কৃষককে পুনর্বাসন কর্মসূচীর আওতায় এনেছেন। এদের মধ্যে উপষী জাতের ৫ কেজি বীজ, ৫ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহ মোট ২৫ কেজি কৃষি উপকরণ সহায়তা দেয়া হচ্ছে।
এদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৫ হাজার, ছাগলনাইয়া উপজেলায় ১১ হাজার, ফুলগাজী উপজেলায় ৯ হাজার ৫শ, পরশুরাম উপজেলায় ৭ হাজার, দাগনভূঞা উপজেলায় ১৩ হাজার ও সোনাগাজী উপজেলায় ৪ হাজার ৫শ’ কৃষক রয়েছেন।ফেনীস্থ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. একরাম উদ্দিন জানান, বন্যার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের উৎসাহিত করছে সরকার। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক তাদের পাশে রয়েছেন। ইতিমধ্যে উপকারভোগী ৭০ভাগ কৃষকের হাতে পুনর্বাসন কর্মসূচীর বীজ-সার পৌঁছে দেয়া হয়েছে।
অল্পসময়ের মধ্যে অন্যদের হাতেও পৌঁছে দেয়া হবে। এতে করে ক্ষতিগ্রস্ত কৃষকরা আগামী বোরো মৌসুমে অধিক আবাদে আরো বেশী আগ্রহী হয়ে উঠবেন। এছাড়া বসতবাড়ির আঙিনায় ও মাঠে সবজি চাষ, রবি ফসল উৎপাদন সহ কৃষি আবাদে কৃষকদের সরকারের পক্ষ থেকে নানাভাবে প্রণোদনা দেয়া হচ্ছে।