চট্টগ্রাম ব্যুরো

  ২৮ নভেম্বর, ২০২৪

বিপাকে সেবাগ্রহীতারা

চট্টগ্রাম আদালতে আইনজীবীদের কর্মবিরতি 

ফাইল ছবি।

গত মঙ্গলবার চিন্ময় ইস্যুতে উত্তাল আদালত প্রাঙ্গণের অদূরে হত্যার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এর পর থেকে তার সহকর্মীরা চট্টগ্রাম আদালতে কর্মবিরতির ডাক দেয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি।

সকাল থেকে আইনজীবীরা উপস্থিত না থাকায় চলছে না আদালতের কার্যক্রম। একই সাথে আইনজীবী সমিতির পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালোব্যাজ ধারণ করেছেন আইনজীবীরা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী জানান, সমিতির সিদ্ধান্তে সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও দ্বিতীয় দিনের মতো আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। এ কারণে আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর আইনজীবী আলিফের আÍার মাগফেরাত কামনায় কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।’

এর আগে, বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে আদালতে কর্মবিরতিসহ ছয়টি সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়া উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গত ২৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে উগ্রবাদী সংগঠন ইসকন-এর সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির জরুরি সভায় নিুলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো- সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ, চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফেরাত কামনায় আজ বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, একই দিনের অবকাশকালীন প্রীতি সমাবেশে বাতিল। এ ছাড়া আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় দোয়েল ভবনের সামনে থেকে আইনজীবীদের শোক মিছিল অনুষ্ঠিত হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেমস স্থগিত থাকবে।

এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে চিন্ময় অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। আইনজীবীরা এ হত্যাকাণ্ডের জন্য ইসকন সমর্থকদের দায়ী করেছেন।

তবে আইনজীবীদের কর্মবিরতির ফলে বিপাকে পড়েছে সেবাগ্রহীরা। অনেকেই আদালতে আসছেন কিন্তু আইনজীবীদের তাদের চেম্বারে না পেয়ে ফিরে যাচ্ছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চিন্ময় ইস্যুতে উত্তাল,হত্যার শিকার,আইনজীবী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close