ভালুকা (ময়মনসিং) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৪

ভালুকায় নাঈম সরকার গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ।

ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী নাঈম সরকার গ্রেপ্তার হয়েছে।

গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে ভালুকা ক্যাম্প এর দায়িত্ব প্রাপ্ত মেজর মো. নোমান মুনসি'র নেতৃতে উপজেলার মাস্টারবাড়ী এলাকা থেকে নাঈম সরকারকে গ্রেপ্তার করা হয়। নাঈম সরকার উপজেলার কাশর গ্রামের জাফর সরকারের ছেলে। তাকে ভালুকা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। নাঈম সরকারের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় তিনটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল।

ভালুকা ক্যম্প ও ভালুকা মডেল থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করেন। ক্যাম্প এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, নাঈম সরকার একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। বিগত ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি হানিফ মোহাম্মদ নিপুনের সহযোগী হিসেবে এবং হবিরবাড়ি যুবলীগ এর প্রচার সম্পাদকের ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। বিগত সরকারের সময় নাঈম এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অস্ত্র প্রদর্শন, ভুমি দখল ও চাদাবাজিসহ আরও অসংখ্য অপরাধে জড়িত ছিল।

৫ আগস্টের পর নাঈম সরকার ও তার দোসররা এলাকায় আত্মগোপনে রয়েছে। তার পিতা জাফর সরকার এলাকায় ভূমিদস্যু ও মাফিয়া হিসেবে পরিচিত। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভালুকা,সন্ত্রাসী,গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close