পুঠিয়া প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০২৪

পুঠিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

ছবি: প্রতিদিনের সংবাদ।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুঠিয়া থানার ওসি কবির হোসেন।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, বেলপুকুর থানার ওসি আব্দুল রাজ্জাক, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পল্লীবিদ্যুৎ সমিতি-১, পুঠিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আহসানুল করিম, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, সমাজ সেবা অফিসার রবিউল করিম, পুঠিয়া যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল আমিনসহ, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম নূর হোসেন নির্ঝর মাসিক সভায় সকলের উদ্দেশ্যে বলেন, পুঠিয়া উপজেলায় আইনশৃঙ্খলা কার্যক্রম নিয়ে কোন সময় যেন প্রশ্নবিদ্ধ হতে না হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন এবং সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন মানুষকে সেবা দেওয়ার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,আইন শৃঙ্খলা কমিটি,সভা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close