রংপুর ব্যুরো
জুলাই-গণহত্যার বিচার এবং আওয়ামীলীগ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
জুলাই-গণহত্যার বিচার এবং আওয়ামীলীগ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির।
আজ বুধবার বিকেলে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে শেষে সমাবেশে বক্তারা এসব দাবি করেন। এর আগে নগরীর লালবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্তর হয়ে মডার্ন মোড়ের বটতলায় গিয়ে শেষ হয়। মিছিলে জাতীয় পতাকা বহন করেন নেতাকর্মীরা। তাদের সাথে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও।
এ সময় ইসকন এবং আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। পরেমহানগর শিবির সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক আসাদুজ্জামান।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সোহেল রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার সদস্য সচিব ডা. জামিল হোসেন ও মহানগর শাখার ১ যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেসহ অন্যান্যরা।