রংপুর ব্যুরো

  ২৭ নভেম্বর, ২০২৪

পুলিশ কোম্পানি বা ট্রাকের সাথে চুক্তি করলে সাসপেন্ড করা হবে : হাইওয়ে পুলিশ সুপার 

ছবি: প্রতিদিনের সংবাদ।

যদি কোন গাড়ি রংপুর রিজিয়নে মাসিক চুক্তি করে থাকে বা পুলিশ টাকা নেয় এরকম প্রমাণ পাওয়া গেলে নামসহ এডিশনাল আইজির কাছে পাঠানো হবে। শুধু বদলিই শাস্তি নয় ক্রাইম করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তি হবে। যদি কোন ট্রাক বা কোম্পানির সাথে কোন হাইওয়ে পুলিশ চুক্তি করে থাকে তাকে সাসপেন্ড করা হবে বলে জানিয়েছেন রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম।

আজ বুধবার (২৭ নভেম্ববর) বিকেলে রংপুর রিজিন হাইওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি।

এ সময় পুলিশ সুপার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আন্ডার এইজের বিষয়ে খুবই কনফার্ম মোটরসাইকেল চালাতে পারবে না। আঠারো বছরের নিচে যারা অষ্টম শ্রেণীতে পড়ে বা ১০ম শ্রেণীতে পড়ে তাদেরকে দয়া করে মোটরসাইকেল কিনে দিবেন না। ১৮ বছরের নিচে কাউকে মোটরসাইকেল কিনে দেওয়া মানেই আপনি তাদেরকে রিস্কির মধ্যে ফেলে দিচ্ছেন।

তিনি বলেন, সমাজ পরিবর্তন একদিনে হবে না। ৫ তারিখের পর কিছু কিছু পরিবর্তন হচ্ছে। সমাজ যখন পরিবর্তন হবে তখন এটি পাহাড়ের মতন দাঁড়িয়ে যায়। এখন বাংলাদেশ পুলিশে সাড়ে ১৬ হাজার মেয়ে আছে। এখন স্কুল কলেজ গুলোতে মেয়েদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসব পরিবর্তন ধীরে ধীরে হবে এবং আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে বলে জানান তিনি। এ সময় সাংবাদিকদের বলেন,' চেকিং বা কোন অনিয়ম বা আইন বহির্ভূত কোন জিনিস হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।'

পুলিশের কাজ শুরু করার ব্যাপারে তিনি বলেন, এখনো পুলিশ কাজ শুরু করে নাই তারপরেও আমরা মোটিভেশন দিচ্ছি কাজ শুরু করছি যাতে করে মাঠে কাজ করে। এখনও কাজ শুরু করেনি। তাদেরকে মোটিভেশন দিচ্ছি । দুই পক্ষের যে শত্রুতা তৈরি হয়ে গেছে এই শত্রুতা ভাঙতে হবে।আমরা আগের মত লোক দেখানো বন্ধুত্ব চাই না আমরা চাই কাগজে-কলমে। পুলিশ সুপার বলেন, রাস্তা বন্ধ করে চেকপোস্ট করা যাবে না। রাস্তার এক পার্শে নিয়ে চেকপোস্ট করতে হবে যাতে অন্য যানবাহন চলাচল করতে পারে।

প্রত্যেকটা হাইওয়ে রোডে যেন আলাদা রোড থাকে যেগুলোতে থ্রি হুইলার বা অন্যান্য যানবাহন চলতে পারে। থ্রি হুইলার আমাদের জীবনের একটি পার্ট হয়ে গেছে ইচ্ছে করলেই তাদেরকে বন্ধ করতে পারবেন না বলে জানান পুলিশ সুপার। মহাসড়কে যেখানে থ্রি হুইলার চলা যাবে না সেই আইন প্রয়োগে কঠিন হবেন বলে জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,মাসিক চুক্তি,পুলিশ টাকা নেয়,প্রমাণ পাওয়া গেলে,আইজির কাছে পাঠানো হবে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close