হাবিপ্রবি প্রতিনিধি
হাবিপ্রবি সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে প্রক্টরের মতবিনিময়
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টুডেন্ট মেসে তিনি নারী শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম।
মতবিনিময় সভায় মেসে অবস্থান করা শিক্ষার্থীরা প্রক্টর স্যারের কাছে তাদের মেস সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন এবং প্রক্টর তা শোনেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সরাসরি নারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের বিষয়ে ওই মেসের শিক্ষার্থীরা জানান, আমরা অনাবাসীক শিক্ষার্থীরা বিশেষত নারী শিক্ষার্থীরা মেস সংশ্লিষ্ট নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকি। অতিরিক্ত বিদ্যুৎ বিল বা মেসজনিত সমস্যাগুলো আজকে স্যার শুনেছেন এবং যে সমস্যাগুলোর সমাধান তাৎক্ষণিক দেয়া সম্ভব তা তিনি দিয়েছেন। বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত মেসগুলোকে মনিটরিং এর আওয়াতায় রাখা হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশেই কমে যাবে। স্যাররা আজকে মেস এর শিক্ষার্থীদের সমস্যাগুলো শুনেছেন, আমরা সকলে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আশা করি মেস মনিটরিং এর এই ধারা অব্যাহত থাকবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যার তুলনায় হল সংখ্যা অনেক কম হওয়ায় অনেক শিক্ষার্থীকেই মেসে অবস্থান করতে হয়। এতে করে পুরুষ শিক্ষার্থীদের তুলনায় নারী শিক্ষার্থীদের বেশি ভোগান্তি পোহাতে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পাওয়ার পূর্বে নারী শিক্ষার্থীদের মেস ভাড়া বেশি হওয়া , বিদ্যুৎ বিল বেশি আসাসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে আমি অবহিত ছিলাম। তাই প্রক্টরের দায়িত্ব পাওয়ার পরই আমি সরাসরি মেসে থাকা নারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত নিয়েছিলাম৷ আর সেই সিদ্ধাত বাস্তবায়নের জন্যই আজকে স্টুডেন্ট মেসে আসা। এরপর আমি পর্যায়ক্রমে বাকি মেসগুলোতেও যাবো এবং তাদের সমস্যা শুনে সেগুলো সমাধানের চেষ্টা করবো।
পিডিএস/এমএইউ