সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে জেলা পর্যায়ে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

"শব্দ শিখুন, ভাষা শিখুন" শব্দ ভান্ডারের দক্ষতা মানুষের যোগাযোগ এবং সামাজিক দক্ষতা উন্নত করে এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সিরাজগঞ্জে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধা বিকাশে ও নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে জেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা জেলা (স্তরে) ওয়ার্ডমাস্টার ২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে জেলা (স্তরে) ওয়ার্ডমাস্টার পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বে-সরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস ১. এরিয়া হেড অব সোশ্যাল ইকনোমি ইউনিট রেমন্ড কুইয়া। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্র -ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মায়িশা অদ্রি, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন।

আরো বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদাত হোসেন, তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা গুড নেইবারস হেড অব সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এরিয়া প্রধান মি. যোসেফ ডায়েছ।

উল্লেখ্য, ছাত্র, স্বেচ্ছাসেবক, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ, অতিথি এবং জিএনবি স্টাফদের নিয়ে প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের জন্য একটি আকর্ষক ও আনন্দদায়ক শিক্ষামূলক অভিজ্ঞতা তৈরি করা, শিশুদের স্ব-অধ্যয়নের জন্য অনুপ্রাণিত করা, শব্দভান্ডার উন্নত করা, ইংরেজি দক্ষতা, ইংরেজি যোগাযোগ,পাঠ্যক্রমিক কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ উন্নত করা এবং স্টেক হোল্ডারদের সম্পৃক্ততা বৃদ্ধি করা, পাবলিক পরীক্ষায় বিশেষ করে ইংরেজি বিষয়ে পাসের হার উন্নত করা ইত্যাদি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,পুরস্কার বিতরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close