ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২৪

ভালুকায় জুলাই-আগষ্টের শহীদদের স্মরণে স্মরণ সভা 

ছবি : প্রতিদিনের সংবাদ।

ময়মনসিংহের ভালুকায় ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খান।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভালুকা পৌর প্রশাসক ফারহান লাবিব জিসান, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান, সিনিয়র উপজেলা মৎস অফিসার সাইদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, ভালুকা ডিগ্রী কলেজের প্রভাষক হাদিছুর রহমান খান, পিয়াস মাহমুদ শুভ, রাফিউদ্দিন চৌধুরী, মিয়াদ খান, ছাত্রপ্রতিনিধি ওয়াসিম উদ্দিন, যুথি আক্তার, শিহাব উদ্দিন, জামিল মিয়া, ইমন ইমতিয়াজ প্রমুখ।

উপস্থিত ছিলেন, ভালুকা এ্যাপোলো ইষ্টিটিউট এর অধ্যক্ষ এ আর শামছুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ভালুকা ডিগ্রী কলেজের প্রভাষক মাহবুবর রহমান, জাসাস ভালুকা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, ভালুকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজমল হুদা মাদানী, দপ্তর সম্পাদক বরকত উল্লাহ, সাবেক ছাত্রনেতা কায়সার আহমেদ কাজল, ভালুকা উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম নাননু প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গুলিবিদ্ধ তিন ছাত্র ইমন ইমতিয়াজ, মেহেদী হাসান অপু ও শেখ সোহাগকে ছাত্রকে বিশেষ সম্মানা দেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভালুকা,শহিদদের স্মরণে স্মরণ সভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close