লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে সার না পেয়ে চাষির হাহাকার
রবি মৌসুমের শুরুতে লালমনিরহাটে সার সংকট দেখা দেওয়ায় কৃষকদের মাঝে হাহাকার উঠেছে। নভেম্বর মাস শেষ দিকে এসেও চলতি মাসের বরাদ্দের ২০-২৫ শতাংশ সার পৌঁছেনি বাফার গুদামে। গত অক্টোবরেও কোনো বরাদ্দ দেয়নি বিসিআইসি। এদিকে, সার সংকটে রবি মৌসুমের আবাদ নিয়ে দুঃশ্চিন্তা বেড়েছে চাষির।
কর্মকর্তারা বলছেন ডিসেম্বরের প্রথম দিকেই বরাদ্দের সার আসতে পারে। গুদামে স্বল্প পরিমাণ যতটুকু সার রয়েছে তা ডিলারদের কাছে সরবরাহ করা হচ্ছে। কৃষকরা জানান, নভেম্বর মাসে রবি মৌসুম শুরু, চলে ডিসেম্বর পর্যন্ত। এই মৌসুমের ফসল আলু ভুট্টা সরিষা গমসহ নানান সবজির আবাদে জমিতে পর্যাপ্ত সার প্রয়োগ করতে হয়। এই কারণে রবি মৌসুমে সারের চাহিদা বেশি থাকে। কিন্তু মৌসুমের শুরুতে চাহিদা মত ন্যায্যমুল্যে সার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা। কোথাও কোথাও অধিক মুল্যে সার বিক্রির অভিযোগ করছেন অনেকে।
- রবি মৌসুম শুরু, এই মৌসুমে সারের চাহিদা বেশি
- গত দুই মাসে সারের বরাদ্দ বাফার গুদামে পৌঁছেনি
- মজুদ করে কৃত্রিম সংকট তৈরি অসাধু ব্যবসায়ীদের
- ডিসেম্বরের প্রথম দিকেই গুদামে সার পৌঁছনোর আশা
জেলার পাটগ্রাম ও হাতীবান্ধায় ভুট্টার বুনতে গিয়ে, চাহিদা মত সার না পেয়ে বিপাকে পড়েছেন ওই দুই উপজেলার ভুট্টা চাষিরা। একই অবস্থা তৈরি হয়েছে আলু আবাদের ক্ষেত্রেও। এ সুযোগকে কাজে লাগিয়ে প্রান্তিক পর্যায়ের কিছু অসাধু অনিবন্ধিত ব্যবসায়ী অধিক মুল্যে সার বিক্রি করছেন বলেও অভিযোগ করছেন কৃষকরা। তারা মৌসুম শুরুর আগে ডিলারদের কাছ থেকে সার ক্রয় করে গুদাম জাত কওে কৃত্রিম সংকট তৈরি করে।
হাতীবান্ধার ভুট্টা চাষি আসাদুজ্জামান বলেন, ভুট্টা চাষাবাদ শুরু হতেই বাজার থেকে সার উধাও। গোপনে বেশি টাকা দিলে সার মিলছে। ডিলাররা সরবরাহ না থাকার অজুহাতে ফিরিয়ে দিচ্ছেন। তাই সার কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে।
বর্তমানের বাজারে বাংলা টিএসপি প্রতিবস্তা ১৩৫০ টাকার স্থলে ১৫০০ টাকা এবং বাংলা ডিএপি ১০৫০ টাকার স্থলে দুই হাজার টাকা দামে কিনতে হচ্ছে অনিবন্ধিত বিক্রেতাদের কাছ থেকে। শুরুতে এমন ধাক্কা খেয়ে উৎপাদন খরচ যেমন বাড়ছে তেমনি চাষাবাদ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এসব অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
আদিতমারীর দেওডোবা গ্রামের কৃষক সাদেকুল ইসলাম বলেন, তামাক চাষেও প্রচুর পরিমাণ সার লাগে। অনিবন্ধিত বিক্রেতারা বাংলা টিএসপি ও ডিএপি সার বস্তা প্রতি দুইশত থেকে ৬ শত টাকা বেশি দামে বিক্রি করছে। মৌসুম শেষে চাষাবাদে ফলন কম হয়। সার নিয়ে বড় চিন্তায় আছি।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ডিলার বলেন, লালমনিরহাটের ৫টি উপজেলার ৩টিতে ব্যাপক হারে তামাক চাষ হয়। বাকি পাটগ্রাম ও হাতীবান্ধায় ব্যাপকভাবে চাষ হয় ভুট্টা। তামাক চাষকে নিরুৎসাহিত করতে তামাকের জন্য সার বরাদ্দ দেয় না কৃষি বিভাগ। তামাক চাষেও প্রচুর সার লাগে। বরাদ্দ না পেয়ে তামাকের আবাদে সারের ঘাটতি রয়েছে। নিবন্ধিত সার বিক্রেতারা জানান, অক্টোবর ও নভেম্বর মাসে বরাদ্দের সার আসেনি। গুদামে সরবরাহে ঘাটতিতে বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে। সামনের সপ্তাহে ডিসেম্বর মাসের বরাদ্দ পৌঁছে গেলে এ সংকট কেটে যাবে। অনিবন্ধিতদের মজুদদারীর কারনে কৃত্রিম সংকটের কথা স্বীকার করেন তিনি। যা মনিটরিং করে দ্রুত আইগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
বিএডিসি'র আদিতমারী বুড়িরবাজারের ডিলার ফরহাদ আলম সুমন বলেন, নভেম্বর মাসের বরাদ্দ চলতি মাসের ৩ তারিখে উত্তোলন করেছি। চাহিদা বেশি থাকায় বিক্রি শেষ হয়েছে। আগামী মাসের ২/৩ তারিখের মধ্যে ডিসেম্বর মাসের সার পৌঁছতে পারে। বরি মৌসুমের ব্যাপক চাহিদার বিপরীতে গত দুই মাসে বিসিআইসি এ অঞ্চলে সার বরাদ্দ দেয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে সংকট হয়তো থাকবে না। বিচলিত হয়ে অসাধু বিক্রেতাদের কাছে বেশি দামে সার না কিনে ৫/৭ দিন অপেক্ষা করতে কৃষকদের প্রতি আহবান জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা গেছে, রবি মৌসুমে নভেম্বর মাসে লালমনিরহাট জেলার ৫টি উপজেলা ও দুইটি পৌরসভায় বরাদ্দ আসে টিএসপি এক হাজার ৯২৬ টন, ডিএপি ৩ হাজার ৪১২ টন ও এমওপি দুই হাজার ৭০ টন। যা উপজেলা ভেদে ৩০ ও ৪০ শতাংশ সার এখন পর্যন্ত বাফার গুদামে পৌঁছেনি। গত দুই মাসে বিসিআইসি সার বরাদ্দ দেয়নি।
ডিসেম্বর মাসের জন্য বিসিআইসি ও বিএডিসি’র সার বরাদ্দের চিঠি এসেছে। সেই চিঠি মতে ডিসেম্বর মাসে লালমনিরহাটের চাষিরা পাবেন দুই হাজার ৭৯ টন টিএসপি, ৩ হাজার ৯১২ টন ডিএপি এবং দুই হাজার ৬৭০ টন এমওপি সার। ডিসেম্বর মাস পরলেই সার পর্যাপ্ত হবে জেলার বাজারে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. সাইফুল আরেফিন বলেন, গত দুই মাসে বিসিআইসি'র সার আসেনি। কিছু অসাধু ব্যাক্তি গুজব সৃষ্টি করে সংকট তৈরি করছে। এদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। তিনি আরো বলেন, আগামী সপ্তাহে ডিসেম্বর মাসের বরাদ্দ এলে জেলায় সারের সংকট থাকবে না। তাই গুজবে কান না দিয়ে ডিলারদের কাছ থেকে নির্ধারিত মুল্যে সার কেনার আহবান জানান তিনি।