নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২৪

নান্দাইল সাফজয়ী নারী ফুটবলার মিলি আক্তারকে সংর্ধ্বনা

আজ মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইলে সাফজয়ী নারী ফুটবল দলের গোলরক্ষক মিলি আক্তারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংর্ধ্বনা প্রদান করা হয়েছে।  ছবি : প্রতিদিনের সংবাদ।

ময়মনসিংহের নান্দাইলে সাফজয়ী নারী ফুটবল দলের গোলরক্ষক মিলি আক্তারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংর্ধ্বনা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনিক সভা কক্ষে উপজেলা নিবার্হী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও সাংবাদিক আল ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাইমা সুলতানা।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর ভাট, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, চন্ডীপাশা ইউনিয়নে চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, সাফজয়ী নারী ফুটবলার দলের গোলরক্ষক মিলি আক্তারকে বাবা শামসুল হক সহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাফজয়ী নারী ফুটবলার দলের গোলরক্ষক মিলি আক্তারকে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল তাঁর বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের খোলাধুলায় মনোযোগি করার জন্য চন্ডীপাশা ইউনিয়নের নান্দাইল চৌরাস্তা, সিংরইল ইউনিয়ন ও শেরপুর ইউনিয়নে সরকারী জায়গায় খেলার মাঠ তৈরি করবে উপজেলা প্রশাসন। এছাড়াও উপজেলা প্রতিটি ইউনিয়নে সরকারী জায়গায় একটি করে খেলার মাঠ তৈরি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার বাবু অরুণ কৃষ্ণ পাল।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,নারী ফুটবলার,মিলি,সংর্ধ্বনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close