কাউনিয়া ( রংপুর) প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২৪

রংপুর অঞ্চলে উন্নয়ন বরাদ্দ বৃদ্ধি করে উন্নয়ন করা হবে-উপদেষ্ঠা আসিফ মাহমুদ 

ছবি : প্রতিদিনের সংবাদ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন বিগত সময়ে রংপুরের জন্য সরকারের উন্নয়ন বরাদ্দ ও বাজেট বরাদ্দ থেকে অবহেলিত ছিল। উত্তর বঙ্গের রংপুরের জন্য বরাদ্দ বৃদ্ধি করে উন্নয়নে এগিয়ে নেওয়া হবে।

তিনি আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ সহ ৬৫ জন ছাত্র জনতা শহীদ হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে রংপুরের উন্নয়ন করা হবে। কাউনিয়ায় ৯ টি রাস্তা ৩ টি ব্রীজ নির্মাণের দাবী ওঠেছে তা অতি দ্রুত করা হবে।

তিনি তার বিশেষ বরাদ্দ থেকে কাউনিয়া পীরগাছার রাস্তা ঘাটের উন্নয়নের জন্য ১ কোটি টাকা বরাদ্দ ঘোষণা দেন। তিনি আরো বলেন আপনাদের সমর্থন, মতামত ও সহযোগিতায় আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।

তিনি আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অডিটোরিয়াম হল রুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক প্রমূখ। পরে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং উপজেলার ভাঙ্গামাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হরিচরণ শর্মা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরাজি হরিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব,রংপুরে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close