চট্টগ্রাম ব্যুরো
উত্তাল চট্টগ্রাম, রাজপথে সনাতনীরা
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামন্ঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন।
চিন্ময় প্রভুর জামিন নামন্ঞ্জুর করার পর চট্টগ্রাম আদালতের আশাপাশ ও কেন্দ্রীয় কারাগার সড়কে বিক্ষোভ করতে থাকে তার অনুসারীরা।
সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার বেলা ১২টা থেকেই আদালত প্রাঙ্গণে শত শত নারী-পুরুষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বহন করা প্রিজনভ্যান আটকে শ্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন।
- জামিন নামন্ঞ্জুরের পর বিক্ষোভ
- চিন্ময় প্রভুকে বহনকরা প্রিজনভ্যান আটকিয়ে শ্লোগান
- সামাজিক যোগাযোগ মাধ্যমে সনাতনীদের নিন্দার ঝড়
অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যকে নির্বিকার দাঁড়িয়ে ছিল। প্রায় তিন ঘণ্টা তারা প্রিজনভ্যান আটকে রাখার পর বেলা ৩টার দিকে পুলিশ অ্যাকশনে যায়। বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ শুরু করে।
একপর্যায়ে তার অনুসারীরা তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়ার পথে লালদিঘীর সড়কেও মুক্তির দাবিতে বিক্ষোভ করে।
এর আগে, চট্টগ্রাম ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণের আদেশ দেন। আদেশের পরপরই এজলাসের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন ভক্ত অনুসারীরা। এরপর প্রায় আধঘণ্টা এজলাসের বাইরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন চিন্ময় কৃষ্ণের ভক্ত অনুসারীরা। বেলা ১২টার দিকে তাকে এজলাস থেকে বের করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজনভ্যানে তোলা হলে প্রিজনভ্যানের সামনেই বসে বিক্ষোভ করতে থাকেন সনাতনীরা।
এইদিকে চিন্ময় প্রভুকে গতকাল আটকের পর থেকে যেন উত্তাপ ভেড়েই চলছে। পুরো চট্টগ্রাম জুড়ে সনাতনীরা নানান কর্মসূচির মাধ্যমে তাদের নেতাকে মুক্তির দাবি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সনাতনীদের নিন্দার ঝড়।তবে এমন উত্তপ্ত পরিস্থিতিতে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ আর আতঙ্ক।