পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
পার্বতীপুরে ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব পালনে বাধা
পার্বতীপুরে ৪নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করা নিয়ে বিএনপি-যুবদলের নেতাকর্মী, ইউপি সদস্য ও চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং বেলা সাড়ে ৪টার দিকে হলদিবাড়ী এলাকায় দুইদফা এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ওই ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমীন (৫২), মোহসিন আলী (৫৫) নুর আলম (৩০) ওয়াদুদ (৩৫) আবু বকর সিদ্দীক (৩৭), আব্দুস সালাম (৩২) সহ উভয়পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত ইউপি চেয়ারম্যান রুহুল আমিন ও মোহসেন আলীকে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ছে এবং আবু বকর সিদ্দীক ও আব্দুস সালামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাক্যাম্পে অবহিত করা হয়েছে। সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন জানান-৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে বিএনপির লোকজন তাকে দায়িত্ব পালনে বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। ঠিকমত অফিস করতে না পারায় জনসাধারণ নানা ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন।
জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে সব বাধা উপেক্ষা করে তিনি বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে স্বাভাবিক কাজকর্ম শুরু করেন। বেলা ৩ টার দিকে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাকারিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি আবু বকর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শতাব্দীর নেতৃত্বে লাঠিসোটা নিয়ে ১৫/২০ জনের সংঘবদ্ধ একটি দল পরিষদ কার্য়ালয়ে প্রবেশ করে চেয়ারম্যানকে বেদম মারপিট করে। একপর্যায়ে তাকে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে আসে হামলাকারিরা।
আহত ইউপি চেয়ারম্যান অভিযোগ নিয়ে প্রথমে স্থানীয় সেনাক্যাম্পে যান। পরে বিকেল ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে গেলে সেখানে ২য় দফা হামলার শিকার হন তিনি। এক পর্যায়ে তাকে বহনকারী মোটরসাইকেলটি ভাংচুর চালায় জড়িতরা।