ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৬ নভেম্বর, ২০২৪

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মিথ্যা মামলায় অতিষ্ঠ এলাকাবাসী

ছবি : প্রতিদিনের সংবাদ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক চাকরিচুত্য পুলিশ কর্মকর্তার মিথ্যা ও হয়রানি মূলক মামলায় অতিষ্ঠ এলাকাবাসী। ভূমিদস্যু ও মামলাবাজ শহীদুল্লাহ্ পুলিশের প্রভাব খাটিয়ে নিরিহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় অনেক পরিবার বাড়ি ছাড়া। এই জুলুমের হাত থেকে মুক্তি চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী।

জানা যায়, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মৃগালি গ্রামের বাসিন্দা চাকরিচুত্য পুলিশ কর্মকর্তা শহিদুল্লাহ দীর্ঘ দিন ধরে প্রতিবেশীদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।

এলাকাবাসীর অভিযোগ তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, চুরি, ডাকাতি ও ভূমি সংক্রান্ত ১৪ থেকে ১৫টি মালালা দিয়েছে। সর্বশেষ ১৮ নভেম্বর ২০২৪ তারিখে নিজে ভাংচুর করে লুটপাট ও ভাংচুরের নাটক সাজিয়ে ইসলাম উদ্দিন কে প্রধান করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দিয়েছে এই শহিদুল্লাহ। একেরপর এক মামলাদিয়ে মানুষ কে হয়রানি করা তার স্বভাবে পরিণত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ আওয়ামীলীগের নেতারাসহ আঠারবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ এখনো শহিদুল্লাকে সহযোগিতা করে যাচ্ছে।

বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার (২৬-নভেম্বর) দুপুরে শহিদুল্লার সহোদর ভাই ভুক্তভোগী আব্দুল জব্বারসহ ও আরও কয়েকটি পরিবার মিলে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে। ওই সময় উপস্থিত ভুক্তভোগি ইসলাম উদ্দিন তার উপর চলা শারিরীক ও মানসিক নির্যাতনের কথা বলেতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

তিনি আরও বলেন এই শহীদুল্লাহ্ আমার ৪০ শতাংশ রুহুল আমিনের ১৭ শতাংশ ও তার সহোদর ভাই আব্দুল জব্বারের ১০ শতাংশ জমি দখল করে নিয়ে গেছে অথচ তার বিরুদ্ধে কিছু বলতে গেলে হয় মামলা না হয় প্রাণনাশের হুমকি দেয়।

এ সময় উপস্থিত আরেক ভুক্তভোগি হোসেন তার শরীরের বিভিন্ন স্থানের ক্ষত চিহ্ন সাংবাদিকদের দেখিয়ে বলেন, ২০১৯ সালে তার উপর শহিদুল্লাহসহ তার চার ছেলে রাসেল, রুবেল, রিফাত হাসান বাবুল ও তানভির হাসান সাগর মিলে দেশীয় অস্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ্য হন। এখনো তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন এই মিথ্যা হয়রানি মুলক মামলা থেকে আমরা বাচঁতে চাই এবং সাবেক এই পুলিশ কর্মকর্তা ও তার সন্ত্রাসী ছেলেদের বিচার দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল্লাহ মুঠোফোনে বলেন আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার একটিও সত্য নয়। এ অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। উপরোক্ত ওরাই আমার জমি দখল করে নিয়ে যাচ্ছে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেলে শহিদুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঈশ্বরগঞ্জ,মিথ্যা ও হয়রানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close