সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২৪

সন্দ্বীপে লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে র‍্যালি ও সমাবেশ 

ছবি: প্রতিদিনের সংবাদ।

নারীর প্রতি সহিংসতা গুরুতর মানবাধিকার লঙ্ঘন এ প্রতিপাদ্য নিয়ে সন্দ্বীপে লিঙ্গ ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচার অভিযান শুরু করছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ।

এ উপলক্ষে সংস্থার এনাম নাহার মোড়ে আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১০ টায় র‍্যালি ও সমবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন নারী প্রগতি সংঘ কমিউনিটি ফোরামের সভাপতি আবুল কাশেম শিল্পী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের ডেভেলপমেন্ট অফিসার শাহীনা আকতার, বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা আবদুল খালেক, এনাম নাহার মোড় ব্যাবসায়ী কমিটির সাবেক সভাপতি আসিফ আকতার, নিজরা করি সন্দ্বীপ অঞ্চলের প্রধান মতিয়ার রহমান, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ অঞ্চলের ব্যবস্হাপক মোঃ শামসুদ্দিন, সাংবাদিক ইলিয়াছ সুমন, নারী প্রগতি সংঘ কমিউনিটি অর্গানাইজার সাবিনা ইয়াসমিন, কিরণ চন্দ্র, নারী কর্মি লীমা রাণী ও নার্গিস বেগম।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সন্দ্বীপ,লিঙ্গ ভিত্তিক সহিংসতা,অভিযান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close