চট্টগ্রাম প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২৪

ইসকন নেতা চিন্ময় প্রভুকে আটকের পর উত্তাল চট্টগ্রাম

ছবি: প্রতিদিনের সংবাদ।

সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় প্রভুকে আটকের প্রতিবাদে আবারো উত্তাল হয়ে ওঠেছে চট্টগ্রাম।

আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চেরাগী মোড়ে সনাতন জাগরণ মন্ঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

চেরাগী মোড়ে অবস্থান নিয়ে তারা জয় শ্রীরাম সহ নানা স্লোগান দিচ্ছেন। এবং তাদের নেতা চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়ার দাবি জানান।

এর আগে সম্মিলিত সনাতন জাগরণ জোট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহ্বান জানায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয় সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসকন নেতা চিন্ময়,আটক,উত্তাল,চট্টগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close