জগন্নাথপুর (সুনাম) প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২৪

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান ৫ মাদকসেবিকে সাজা

ছবি: প্রতিদিনের সংবাদ।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানের সময় মাদক সেবনের দায়ে ৫ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৫ নভেম্বর) উপজেলা কলকলিয়া ও জগন্নাথপুর পৌর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা ‍সা-আধ।

সাজাপ্রাপ্তরা হলো- জগন্নাথপুর পৌর এলাকার বাসিন্দা আব্দুল বশর মিয়ার ছেলে মতিন মিয়া (৩০), আব্দুল কাদির মিয়ার ছেলে আব্দুল হামিদ (২৪), ছাতক উপজেলা সিদরপুর গ্রামের ফয়জুর মিয়ার ছেলে শানুর মিয়া (৫৫), জগন্নাথপুর পৌর এলাকার আব্দুল আলীর ছেলে বাদল মিয়া (৫০) ও মুজাম্মিল মিয়ার ছেলে সুনাই মিয়া (৪৫) কে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর সেন্টু দেবনাথ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কলকলিয়া ইউনিয়ন ও জগন্নাথপুর পৌর এলাকায় সঙ্গীও ফোর্স সহ মাদক সেবন করা অবস্থায় এদের আটক করা হয়।

এসময় গ্রেফতাকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মোবাইল কোর্টের মাধ্যমে সবাই কে জেল হাজতে প্রেরণ করা হয়।

সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর সেন্টু দেবনাথ বলেন, আজ জগন্নাথপুর উপজেলা সারাদিন অভিযান চালিয়ে মাদক সেবনকারী ৫ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা ‍সা-আধ বলেন, মাদক সেবনের অপরাধে অভিযুক্ত ৫ জন কে জেল জরিমানা করা হয়ে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুনামগঞ্জ,মাদক,কারাদন্ড
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close