শালিখা (মাগুরা) প্রতিনিধি
শালিখায় ২৮৪০জন কৃষক পেল হাইব্রিড জাতের ধান বীজ
মাগুরার শালিখা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ (হাইব্রিড জাত) বিতরণ হয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় শালিখা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ধান প্রণোদনার কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা সঞ্জয় হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন জানান,২০২৪-২৫ অর্থবছরে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ৮ শ’ ৪০ জন কৃষককে বিনামূল্যে প্রত্যেকে ২ কেজি করে সিনজেন্টা-১২০৩ ও এস এল এইট এইচ হাইব্রিড জাতের ধান বিতরণ করা হয়েছে।