ফেনী প্রতিনিধি

  ২৫ নভেম্বর, ২০২৪

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফেনীতে পলিথিন ব্যাগ জব্দ 

ছবি: প্রতিদিনের সংবাদ।

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় তিন মন পলিথিন জব্দ ও ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২৫, নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে ফেনীর বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা ধাযপূর্বক নগদ আদায় করা হয় এবং প্রায় ১২৪ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এ সময় মুড়ি বাজার গলির নাজিম এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা ও৬০ কেজি পলিথিন জব্দ করা হয়, রুবেল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা ও জব্দ করা হয় ৪৫ কেজি পলিথিন এবং ফরিদ রেক্সিন স্টোরকে জরিমানা করা হয় ৭ হাজার টাকা ও জব্দ করা হয় ১৯ কেজি পলিথিন।

অভিযানে প্রসিকিশন হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাওন শওকত, পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহকারী জাহাঙ্গীর আলম এবং ল্যাব এটেনডেন্ট মুহাম্মদ সাইফুল করিম সহ অন্যান্য কর্মচারীবৃন্দ। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সহযোগিতা করেন। এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য প্রতিষ্ঠানের মালিককে সচেতন করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেনী,পলিথিন জব্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close