গাজীপুর প্রতিনিধি
সেনাবাহিনীর গাড়ির কাঁচ ভাংচুর
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অধিকাংশ শ্রমিক বকেয়া বেতন না পেয়ে আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল হতে ফের মহানগরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে। বিকেলে বিক্ষুদ্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী গ্রামীণ ফেব্রিক্স কারাখানার গেইট ভাংচুরের চেষ্টা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তারা সেনাবাহিনীর একটি জীপ গাড়ির কাঁচ ভাংচুর করে। সন্ধ্যায় এ সংবাদ লেখার সময় (৬টা) শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিল। পাশাপাশি কর্তৃপক্ষ শ্রমিকরাদের অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করছিল বলে জানিয়েছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। কারখানা গুলোতে ৪০ হাজারের অধিক শ্রমিক রয়েছে। এ পার্কের শ্রমিকদের প্রতি মাসে বেতন দেয়া হতো পরের মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুথানের পরের কয়েক মাস নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা আন্দোলন করে বেতন আদায় করে আসছিল। নভেম্বর মাসের ১৫ তারিখ অতিবাহিত হলেও গত অক্টোবর মাসের বেতন না পেয়ে ১৬ নভেম্বর শনিবার সকাল থেকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সারাদিন অবরোধ শেষে রাতে বিরতি দিয়ে প্রতিদিন সকালে আবার শ্রমিকরা ওই মহাসড়ক অবরোধ করে আসছিল। এভাবে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একইস্থানে মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা । এক পর্যায়ে শ্রমিকদের মোবাইল একাউন্টে বেতন পরিশোধ করা শুরু করে। পরে শ্রমিকরা ওই দিন রাত ৮টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়।
এদিকে সব শ্রমিকরা বকেয়া বেতন না পেয়ে ফের রবিবার বিকেল ওই মহাসড়কে নেমে অবরোধ করে। কয়েক ঘন্টা মহাসড়ক অবরোধ শেষে রাতে বাড়ি ফিরে যায়। সোমবার সকালে শ্রমিকরা জড়ো হয়ে সোয়া ৮টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে ফের অবরোধ করে। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে তারা পাশ্ববর্তী তেতুইবাড়ি এলাকার গ্রামীণ ফেব্রিক্স কারখানায় গিয়ে শ্রমিদের তাদের আন্দোলনে যোগ দিতে আহবান জানায়। সাড়া না পেয়ে তারা ওই কারখানার গেইট ভাংচুরের চেষ্টা চালায় এবং ইট পাটকেল ছুড়ে। এ সময় শ্রমিকরা সেনাবাহিনীর একটি জীপ গাড়ির ( লুকিং ও পেছনের) কাঁচ ভাংচুর করে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের মধ্যে ১০ শতাংশের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছিল। বাকি শ্রমিকরা বকেয়া বেতন না পেয়ে সকাল সোয়া ৮টার দিকে মহাসড়ক অবরোধ করে। বিকেলে বিক্ষুদ্ধ শ্রমিকরা গ্রামীণ ফেব্রিক্স করাখানার গেইট ভাংচুরের চেষ্টা চালায় এবং কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা সেনাবাহিনীর একটি জিপ গাড়ির লুকিং ও পেছনের কাচ ভাংচুর করেছে। তিনি আরো বলেন শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছে এবং কৃতপক্ষ তাদের বেতন পরিশোধ করছে বলে জানা গেছে।