রংপুর ব্যুরো

  ২৫ নভেম্বর, ২০২৪

“সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলবো” 

ছবি: প্রতিদিনের সংবাদ।

রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেছেন, শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্য করে বলবো এবং সুধীজন যারা আছেন। গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬ হাজার মানুষ। আমাদের অসংখ্য স্বজনরা পঙ্গুত্ববরণ করেছে। এবং চ্যালেঞ্জ গ্রহণ গাড়ি চলার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে।

ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিনা মনোযোগ সহকারে গাড়ি চালাই না। আমাদের জীবনের প্রতি গুরুত্ব না দিয়ে গাড়ি চালানোর কারণে এই সকল ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

অসংখ্য মানুষ পঙ্গুত্ব হয়ে বেঁচে থাকে তাদের জীবনে ভয়াবহ অভিশাপ। আমাদের অঙ্গীকার করতে হবে সড়ক দুর্ঘটনা এড়াতে সকল ট্রাফিক আইন মেনে চলবো। নিজেদের জীবনকে সুরক্ষা দেয়ার জন্য। আমরা সবাই মিলে চেষ্টা করব।

আজ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুরের গংগাচড়া উপজেলার বেদ গাড়ি হাটে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে নিরাপদ সড়ক, সম্ভাবনার বাংলাদেশ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক বিভাগের টিআই নুর আলম সিদ্দিকী,গংগাচড়া থানার অফিসার ইনচার্জসহ সকল পুলিশ কর্মকর্তাবৃন্দ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,সড়ক দুর্ঘটনা,ট্রাফিক আইন মেনে চলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close