সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর, ২০২৪
সিরাজগঞ্জে ইউএনও কামরুজ্জামানের বাজার মনিটরিং
সিরাজগঞ্জের শাহজাদপুরে সদর বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান। রবিবার দিনব্যাপী শাহজাদপুর সদর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছি। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন করা আছ কি না ও বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখছি। কোন ধরনের অনিয়ম দেখলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারী দেন ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পিডিএস/এমএইউ
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন