মাগুরা প্রতিনিধি

  ২৪ নভেম্বর, ২০২৪

কবিগানে মেতে উঠল বৈখালি 

মাগুরা শালিখা উপজেলার বৈখালি গ্রামে শনিবার রাতে কবিগানের পালা গাইছেন কবিয়াল পরিমল বিশ্বাস।  ছবি : প্রতিদিনের সংবাদ।

মাগুরা শালিখা উপজেলার বৈখালি গ্রামে গতকাল শনিবার রাতভর অনুষ্ঠিত হলো গ্রামীণ ঐতিহ্যের কবিগানের পালা। মঞ্চে দুই কবিয়ালের বিষয় ভিত্তিক বাক যুদ্ধ ও তর্ক-বিতর্কে দর্শকদের মুগ্ধ করেন মাগুরার বুনাগাতি অঞ্চলের বিখ্যাত কবিয়াল গোরা চাঁদ ও রামদারগাতি গ্রামের আরেক বিখ্যাত কবিয়াল পরিমল বিশ্বাস।

কবিগান শুনতে বিকেল থেকেই মাগুরা, নড়াইল ও শালিখা উপজেলার কাঠিকগ্রাম, পুলুম, বুনাগাতি, বৈখালি, মনোখালি, গজনগর, গঙ্গারামপুর সহ আশপাশের গ্রাম থেকে শত শত মানুষের সমাগম ঘটে। রাত যতই গভীর হয়, ততই বাড়তে থাকে মানুষের সমাগম।

পাল্টাপাল্টি যুক্তিতর্ক ও গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ে মধ্যে দিয়ে জমে উঠে আসর। যা হারমনিয়াম, ঢোল, বাঁশি, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে আরো মনোমুগ্ধ হয়ে ওঠে আসর। দূর-দূরান্ত থেকে আসা হাজার-হাজার দর্শক শ্রোতা উপভোগ করেন ঐতিহ্যবাহী এ কবিগান।

নড়াইল লোহাগড়া থেকে কবি গান শুনতে আসা হাসান শেখ বলেন, এক সময়ের গ্রাম-বাংলার বিনোদনের অন্যতম খোরাক ছিল এই কবি গান। তাৎক্ষণিক সুরের সাথে কথা বেঁধে মঞ্চে এ গান পরিবেশন করা হয়। পাল্টাপাল্টি যুক্তি-তর্ক আর গানে গানে দুই কবিয়ালের লড়াইয়ের মধ্য দিয়ে চলে এ কবি গান। সময়ের বিবর্তনে এমন অনেক লোকজ উৎসব হারিয়ে গেলেও কিছু মানুষ সেই সংস্কৃতি এখনো ধরে রেখেছে। মাগুরা শালিখা উপজেলার বৈখালি গ্রামের কবিগানের আয়োজক অরূপ কুমার বিশ্বাস বলেন, আমাদের এই অঞ্চলে শত বছরের ঐতিহ্য হলো কবিগানের আসর। এটি বাংলা লোকসংগীতের একটি বিশেষ ধারা। এত লোকজনের সমাগম হবে তা বুঝতে পারিনি। সত্যি ভীষণ অবাক হয়েছি এবং ভালো লেগেছে। শ্রোতারা মুগ্ধ হয়ে কবি গান উপভোগ করেছেন। সবার সহযোগিতা পেলে আগামীতে আরো বড় পরিসরে কবিগানের আয়োজন করবেন বলে জানান এ আয়োজক।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরা,কবিগানের পালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close