মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ২৪ নভেম্বর, ২০২৪

মাধবপুরে চোরাই মোটরসাইকেল ও ইয়াবাসহ আটক -৫

ছবি : প্রতিদিনের সংবাদ।

হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর তেমুনিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেন। পরে ধৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে চারটায় উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আরেক সহযোগীকে গ্রেফতার করেন। ধৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো: মাসুক মিয়ার পুত্র মো: রুকু মিয়া (২৭),মৃত নানু মিয়ার পুত্র মো. কামাল মিয়া (২৮) ও মো. সুমন মিয়া (২৬)।

এর আগে শনিবার সন্ধ্যায় মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্ব পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর- ধর্মঘর রোডের হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ৮ শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন। ধৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার মৃত বকুল মিয়ার পুত্র মো. জসিম মিয়া (৩৫) ও আনোয়ারপুর এলাকার মৃত হীরা মিয়ার পুত্র মো. সাজন মিয়া (২২)। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হবিগঞ্জ,মোটরসাইকেল,ইয়াবা,৫ জনকে আটক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close