ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ফুলবাড়ীতে হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১ টায় কলেজ গেটে ডিগ্রী তৃতীয় বর্ষের পরীক্ষার্থী, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হামিদুল ইসলামের হত্যাকারীদের শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, প্রভাষক আরাবুর রহমান ও জাকারিয়া মিঞা, ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী সুজন মিয়া। উল্লেখ্য, গত ৪ নভেম্বর দিবাগত রাতে ডাকাতবেশী একদল দুষ্কৃতিকারীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন হামিদুল ইসলাম নামের ওই শিক্ষার্থী। হত্যাকান্ডের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও এর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।