বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জে সাবেক এমপি-চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা
২০১৮ সালে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও জাতীয় পার্টিনেতাসহ ১২ জনের নামে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাবুগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন দেহেরগতি বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত। মামলা নং- ০৫।
মামলায় আসামী করা হয়েছে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মুকিতুর রহমান কিসলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সাবেক এমপি শেখ মুহাম্মদ টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কাজী ইমদাদুল হক দুলাল, সাবেক মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।
এছাড়াও মামলায় ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এজাহার সূত্রে জানাযায়, ১৮ সালের জাতীয় নির্বাচনে আসামীগন বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাঃ বিদ্যালয় ৭৩ নং কেন্দ্রে অস্ত্রসহ ধানের শীষের এজেন্টদের মারপিট করে কেন্দ্র দখল করে। এসময় মোটরসাইকেল আগুন দিয়া পুড়িয়ে দেওয়া হয় এবং বোমা বিস্ফোরণ করে কেন্দ্র দখল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম বলেন, আনোয়ার হোসেন হেমায়েত নামের একজন বাদী হয়ে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতপরিচয় ১০০-৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে জন্য অভিযান চলছে।