চুয়াডাঙ্গা প্রতিনিধি
সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল
চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং বিনা প্রতিদ্বন্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে।
গতকাল শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে বিকালে ৩টি পদে প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়।
জেলা বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার এ্যাডভোকেট শাজাহান মুকুল এদিন রাতে জানান, সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় বিএনপির জেলা আহবায়ক ও কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিলিমা রহমান ওরফে মিলি বিশ্বাস।
সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন নির্বাচিত হয়েছেন। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল।