ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তাতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে ঢাকার ধামরাইয়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ হত্যার ঘটনায় ইউপি সদস্য মো. আলকেছ (৪৫) নামে একজনকে গ্রেপ্তাতার করেছে ধামরাই থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের আমতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তাতার করা হয়। মো. আলকেছ আমতা গ্রামের মো. আমছের আলীর ছেলে। আমতা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। অফিকুল ইসলাম সাদ ধামরাই পৌর শহরের কায়েদপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে। সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
মামলার সুত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সকাল সাড়ে ১০ টার দিকে ধামরাই পৌরসভার হার্ডিঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজের গেইটের সামনে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র সন্ত্র নিয়ে দাঙ্গা সৃষ্টি করে আফিকুল ইসলাম সাদকে মাথায় গুলি করে। গুলি খেয়ে সাদ মাটিতে লুটিয়া পরলে তার সহকর্মীরা দ্রুত তাকে সেখান থেকে উদ্ধারকরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাকে গত ৮ আগষ্ট সকাল সাড়ে ৭ টার দিকে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এই বিষয়ে ২২আগষ্ট মৃত আফিকুল ইসলাম সাদ এর নানা মো. আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় সাবেক এমপি আলহাজ বেনজির আহমেদকে প্রধান আসামী করে ৮২ জনের নাম উল্লেখ্য করে ৮০-৯০জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ঢাকার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদকে হত্যার ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে রাতে আমতা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আলকেছ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
পিডিএস/এল