বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১৪ নভেম্বর, ২০২৪

বিরামপুর জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের বিরামপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিরামপুর বড় মাঠে এ টুর্নামেন্টের উদ্ধোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিরামপুর উপজেলা প্রশাসন উপজেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম রসূল রাখি, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি কলেজের অধ্যক্ষ অধৈত কুমার আপু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অনেকে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিরামপুর,দিনাজপুর,ফুটবল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close