সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৪ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে র‌্যাব-১২ অধিনায়ক কামরুজ্জামান পিপিএম এর দিকনির্দেশনায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-১ উত্তরা এক যৌথ অভিযান চালায়। ১২ নভেম্বর সন্ধ্যায় এসময় ভাটারা থানাধীন খিলবাড়ি টেক এলাকা হতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন এ্যানজেল ফুড এন্ড বেকারির অফিস কক্ষে নৃশংসভাবে গলা চেপে চাঞ্চল্যকর আশফাকুল আউয়াল হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান পলাতক আসামি কামরুল ইসলাম তালুকদারকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম তালুকদার (৫৫) সিরাজগঞ্জ সদর থানার রহমতগঞ্জ ১ নং গলির মৃত আমজাদ তালুকদারের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বৃহস্পতিবার এম আবুল হাশেম সবুজ লেঃ কমান্ডার বিএন কোম্পানি কমান্ডার র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
র‌্যাব,আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close