ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
গলায় ওড়না পেঁচানো স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুজন চৌধুরী নামে উনত্রিশ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঐ যুবকের স্ত্রী শ্রীমতি দুলালী রানীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কুলানন্দপুর গ্রামের মাঝিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬/৭ বছর পূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা শ্রীমতি দুলালী রানীর সাথে ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের হানছা লাল চৌধুরীর ছেলে সুজন চৌধুরীর সাথে বিয়ে হয়। রমেশ নামে সাড়ে ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে এ দম্পতির। কিন্ত প্রায় সময়ই দুলালী রানী কারও না কারও সাথে মোবাইল ফোনে কথা বলতেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়সই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন বুধবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে সুজন চৌধুরীর পিতা হানছা লাল চৌধুরী ঘুম থেকে উঠে বাড়ির আঙিনার পাশে বাশ ঝাঁড়ের নিচে তার ছেলের বউ দুলালী রানীকে অস্থির অবস্থায় দেখতে পেয়ে তার কারণ জিজ্ঞেস করলে কোন উত্তর না পেয়ে তিনি ছেলের ঘরে গিয়ে দেখতে পান গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ছেলের মরদেহ মাটিতে পড়ে আছে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মৃতের মরদেহ উদ্ধারসহ সন্দেহ জনক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিডিএস/এমএইউ