বেনাপোল প্রতিনিধি

  ১৪ নভেম্বর, ২০২৪

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে আটক ৬

ছবি : প্রতিদিনের সংবাদ

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে ৬ জন বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মাটাইন গ্রামের মৃত মেঘ সূত্র ধরের ছেলে আনন্দ সূত্রধর (৫৩), আনন্দ সূত্রধরের স্ত্রী ভানু রানী (৪৬), ছেলে প্রসেনজিৎ সূত্রধর (২৮), স্ত্রী প্রীতি সূত্রধর (২০), নড়াইল জেলার সদর থানার ধুন্দা গ্রামের মৃত আফসার শেখের ছেলে আব্দুল জব্বার (২৯) ও যশোরের শার্শা থানার বড়কালিন এলাকার জাহাঙ্গীর শেখের স্ত্রী রিনা খাতুন (৪৫)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা বিজিবি ক্যাস্পে কর্মরত সুবেদার আব্দুল গনি এর নেতৃত্বে ধান্যখোলা গ্রামস্থ পূর্বপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে এবং কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশি নাগরিক,ভারত,সীমান্ত,বিজিবি,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close