সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৪ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ছবি : প্রতিদিনের সংবাদ

‘সু স্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে পদযাত্রা, আলোচনা সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পাতবার সকালে সিরাজগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি পদযাত্রা বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী, ডায়াবেটিস বিশেজ্ঞ চিকিৎসক ডাঃ এ কে এম জিয়াউল কবির,ডাঃ মীর শাখাওয়াত আলী, ডাঃ শামছুল আলম স্বপন ও নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক(প্রশাসন) আব্দুস সালাম প্রমূখ। এসময় বক্তারা বলেন, সারা বিশ্বের সাথে বাংলাদেশেও প্রতিদিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। এখন দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় দুই কোটি।

ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে এসময় নিয়মিত হাটা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও সুশৃঙ্খল জীবন যাপনের জন্য সবার প্রতি আহবান জানানো হয়। এসময় বিনামূল্যে চারশতাধিক মানুষের ডায়াবেটিস রোগ পরীক্ষা করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,ডায়াবেটিক দিবস,র‌্যালি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close