টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৪ নভেম্বর, ২০২৪

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ পিআইও আরিফুল ইসলাম

ছবি : প্রতিদিনের সংবাদ

বছরব্যাপী বিভিন্ন কাজ সফলভাবে বাস্তবায়নে অবদান রাখায় গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নির্বাচিত হয়েছেন টুঙ্গিপাড়ার পিআইও আরিফুল ইসলাম।

বুধবার বিকালে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে শ্রেষ্ঠ পিআইও'র সম্মাননা স্মারক তুলে দেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক ও গোপালগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল হক।

জানা যায়, ২০২১ সালের ১০ নভেম্বর টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন আরিফুল ইসলাম। তারপর থেকে অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে চলেছে। এছাড়া সেবা প্রত্যাশী জনগনও আচার, ব্যবহারে মুগ্ধ। তারই পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে জেলার শ্রেষ্ঠ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন তিনি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোপালগঞ্জ,পিআইও,টুঙ্গিপাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close