সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে গাছের চারা হাতে মাদকবিরোধী শপথ শিক্ষার্থীদের
সিরাজগঞ্জ জেলা শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে বুধবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে গাছের চারা হাতে নিয়ে মাদক বিরোধী ও দেশ প্রেমের এ শপথ নিয়েছেন তারা।
এসময় শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়ে কর্মসূচির উদ্ধোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। তারা গাছের চারা হাতে নিয়ে মাদককে না, বাল্য বিবাহকে না বলে দেশপ্রেমে জাগ্রত হতে শপথ করেন।
জানা যায়, গত ১৪ বছর সংগঠনটির সদস্যরা টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও গাছের চারা বিতরণ করে আসছেন। প্রতিটি জেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে গাছের চারা উপহার দিয়ে দেশপ্রেমে জাগ্রত করার শপথ পাঠ করাচ্ছেন। পরে বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করে কর্মসূচির সমাপ্ত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সহ সভাপতি অরিন ইসলাম ইমন প্রমুখ।
পিডিএস/এমএইউ