ফেনী প্রতিনিধি

  ১৪ নভেম্বর, ২০২৪

১১৫ বোতল বিদেশি মদসহ আটক ১

ছবি : প্রতিদিনের সংবাদ

ফেনীতে ১১৫ বোতল বিদেশি মদসহ মোঃ শাহেদুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেন।

আটক শাহেদুর ইসলাম ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর এলাকার এয়াকুবের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর সময় পুলিশ মো. শাহেদুল ইসলাম (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করে। আসামিকে জিজ্ঞাসাবাদ করে তার বসতঘরের খাটের নীচ থেকে ১১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য ও চোরাচালান আইনে মামলা করা হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেনী,থানা,পুলিশ,মদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close