তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৪ নভেম্বর, ২০২৪

তাড়াশে হাতের তৈরি পণ্যে নারী শ্রমিকদের ভাগ্য বদল

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশ এলাকায় গৃহস্থালীর কাজের পাশাপাশি ডিজাইনিং ও হস্তশিল্পের মাধ্যমে নারীরা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন। প্রত্যন্ত অঞ্চলের প্রায় দুই থেকে তিনশোর বেশি গ্রামীণ নারী এই কাজে সক্রিয়। তাড়াশ ও রায়গঞ্জসহ বিভিন্ন স্থান থেকে আগত নারীদের হাতের তৈরি পণ্যগুলো দেশ ও বিদেশে রপ্তানি হচ্ছে। চলনবিল উন্নয়ন কেন্দ্র নামের একটি সংস্থা এখনো পর্যন্ত এসব নারীদের প্রশিক্ষণ ও নানান সহায়তার মাধ্যমে সহায়তা করে চলেছে।

সূত্রে জানা যায়, চলনবিল উন্নয়ন কেন্দ্র তিন বছর আগে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার শতাধিক গ্রামীণ নারীকে বিভিন্ন হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ প্রদান করে। এই কাজে তাদের সহযোগিতা করে কারিতাস বাংলাদেশ ও বেজ ইন্টারন্যাশনাল।

তদুপরি, প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের গ্রুপে ভাগ করে তাদের নিয়ে তৈরি করানো হচ্ছে কেট বক্স, ডক বক্স, বড় পাতিল, বালতি, হাফ সেলেডার, কড়াই, ফাইল বক্স, চাকা, কিচেন ডালা সহ বিভিন্ন নকশার হস্তশিল্প পণ্য। এসব পণ্যে ব্যবহৃত হচ্ছে হোগলা পাতা, সন, তালপাতা, এবং পুরানো শাড়ির কাপড়। চলনবিল উন্নয়ন কেন্দ্র হস্তশিল্প তৈরির কাঁচামাল ও নকশা নারীদের কাছে সরবরাহ করে।

নারীরা বাড়ির গৃহস্থালীর কাজ সেরে দিনভর দক্ষ হাতে হস্তশিল্প পণ্য তৈরি করেন। উৎপাদনের পর সংস্থা থেকে প্রতিটি পণ্যের জন্য তাদের নগদ পারিশ্রমিক দেওয়া হয়। এইভাবে বছরে সারাবছর নারীরা হস্তশিল্প তৈরি করছেন।

হস্তশিল্পের শ্রমিকরা, যেমন মলিদা খাতুন, রোসনা খাতুন, জাহানারা বেগম, ও শরীফা খাতুন বলেন, আমরা এই কাজের মাধ্যমে মাসে ৭-৮ হাজার টাকা উপার্জন করি, যা সংসারের বিভিন্ন খরচ এবং ছেলেমেয়েদের পড়ালেখার জন্য ব্যয় করি।

চলনবিল উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এস এম আব্দুল আজিজ জানান, চলনবিল উন্নয়ন কেন্দ্র ৫০ বছর ধরে সাধারণ মানুষের পাশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। এখানে নারীরা বিভিন্ন ধরনের হস্তশিল্প পণ্য তৈরি করছেন, যা এক রুমে সংগ্রহ করা হয়। প্রতি মাসে দুটি উৎপাদিত পণ্য খুলনায় কারিতাস বাংলাদেশ ও বেজ ইন্টারন্যাশনালের কাছে পাঠানো হয়। এরপর তারা এগুলো বিশ্বের নানা দেশে রপ্তানি করে।

তিনি আরও উল্লেখ করেন, কারিতাস বাংলাদেশ ও বেজ ইন্টারন্যাশনাল আমাদের কাছে নকশা অনুযায়ী কাজের অর্ডার প্রদান করে। আমরা সেগুলো তৈরির জন্য নারীদেরকে কাঁচামাল সরবরাহ করি। তারা সারা সপ্তাহ সেগুলো তৈরি করে। পরে আমরা তাদের নগদ পারিশ্রমিক প্রদান করি এবং সেগুলো খুলনায় কারিতাস ও বেজ ইন্টারন্যাশনালের কাছে পাচার করি। তারা এগুলো বিশ্বের বিভিন্ন স্থানে রপ্তানি করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নারী,হস্তশিল্প,চলনবিল,বিদেশে রপ্তানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close