বেনাপোল প্রতিনিধি

  ১৩ নভেম্বর, ২০২৪

বেনাপোলে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার-২

ছবি : প্রতিদিনের সংবাদ।

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, গত রোববার সকালে বেনাপোলের শিবনাথপুর বারপোতা গ্রামের কলেজ পড়ুয়া একটি মেয়েকে কদমতলা এলাকা থেকে কৌশলে অপহরন করে নিয়ে যায় কাগজপুুকুর গ্রামের আইয়ুব আলীর ছেলে হৃদয় হোসেন বাবু (২১) ও আব্দুস সালামের ছেলে বিল্লাল হোসেন (৩৭) সহ কয়েকজন যুবক। অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ওই রাতে থানায় একটি নিয়মিত মামলা করেন।

এ ঘটনায় পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে বাবু ও বিল্লালকেও গ্রেপ্তার করা হয়।

অপর আর এক অভিযানে চারটি ইজিবাইক বিক্রির নামে ৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ ও প্রতারনা মামলায় যশোর সদরের আব্দুল করিমের ছেলে জামাল উদ্দিন ও ৭ বছরের জিআর সাজা পরোয়ানাভূক্ত মামলায় বেনাপোলের মোহর আলির ছেলে মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যশোর,অপহৃত,কলেজ ছাত্রীক,উদ্ধার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close