মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ১৩ নভেম্বর, ২০২৪

মানিকছড়িতে সম্প্রীতি সমাবেশ

আ.লীগ এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসেছে- ওয়াদুদ ভূঁইয়া 

আজ বুধবার বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : প্রতিদিনের সংবাদ।

আ.লীগের শাসনামলে তারা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে বারবার ক্ষমতায় বসেছে। কিন্তু জনগনই সকল ক্ষমতার উৎস। তাই জনগণকে বাদ দিয়ে ক্ষমতায় আসা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া। দীর্ঘ ১৮ বছর পর খাগড়াছড়ির মানিকছড়িতে বিশাল সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসার ভিত্তি হলো জনগণ। আর আ.লীগ বারবার ক্ষমতায় আসছে বাহিনী ব্যবহার করে। তারা আয়নার ঘর বানিয়ে খুন-ঘুমের রাজনৈতি করেছে। এদেশের মানুষকে নানা ভাবে নিপীড়ন নির্যাতন চালিয়ে কোটিকোটি টাকা কামিয়েছে। দীর্ঘ ১৮ বছর মানিকছড়িতে আসতে দেয়নি আ.লীগের গুন্ডা বাহিনীর। কিন্তু আজকের সম্প্রীতি সমাবেশে প্রমাণ করেছে মানিকছড়ির মাটি এখন বিএনপির ঘাটি। তাই আগামীর সকল আন্দোলন সংগ্রামে সকল সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারে উদ্দেশ্যে তিনি আরো বলেন, সংস্কার আপনাদের কাজ না। তাছাড়া সংস্কারের নামে কোনো তামাশা করাও বিএনপি সমর্থন করে না। তাই দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন দেয়ারও আহবান জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন'র সঞ্চালনায় ও সভাপতি এনামুল হক এনাম'র স্বাগত বক্তব্যে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম-সম্পাদক, মো. মোশারফ, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি শৌরভ প্রিয় পাল, জেলা ছাত্র দলের সভাপতি মো. শাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর নোমান, জেলা মহিলা দলের সভানেত্রী কোহেলী দেওয়ান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কাশেম প্রমূখ।

জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার আগমনকে কেন্দ্র উপজেলা সদরের টাউন হল প্রাঙ্গণ ও খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পুরো আমতলা এলাকায় ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা স্লোগানে সমাবেশ স্থলে হাজির হয় হাজার হাজার নেতাকর্মীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,বিএনপি,সম্প্রীতি সমাবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close