পবিপ্রবি প্রতিনিধি

  ১৩ নভেম্বর, ২০২৪

পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে উন্মোচিত বিজয় ২৪ চত্বর

আজ বুধবার পবিপ্রবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে বিজয় ২৪ চত্বর উদ্বোধন করা হয়। ছবি : প্রতিদিনের সংবাদ।

জুলাই ২৪-এর অভ্যুত্থানে সকল শহীদের স্মরণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বিজয় ২৪ চত্বর উন্মোচন করা হয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৫ টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে চত্বরটি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, "অনুভূতিটা অনেক ভালো। আমরা ৭১-এর স্বাধীনতা দেখিনি, কিন্তু ২৪-এর স্বাধীনতার সাক্ষী হতে পেরেছি। এই অর্জনের পেছনে আমাদের ছোট ভাই, বড় ভাই এবং ছাত্র জনতার আত্মত্যাগ রয়েছে। ভালো লাগছে যে তাদের স্মরণে আমাদের ক্যাম্পাসে একটি চত্বর প্রতিষ্ঠা হয়েছে, যা সত্যিই আমাদের বিমোহিত করে।"


  • ১৫ বছরের ফ্যাসিস্ট শাসনে আমরা যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিলাম, ৫ আগস্ট আমরা সেই অপশক্তির হাত থেকে মুক্তি লাভ করেছি।
  • অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় আমরা চাই না কোন দোসরের চিহ্ন থাকুক।

এছাড়া ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান ইমন বলেন, "এখানে যে একটি বিজয় ২৪ চত্বর প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এতে অত্যন্ত খুশি। অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় আমরা চাই না কোন দোসরের চিহ্ন থাকুক। তাই আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণে এই চত্বর হওয়ায় আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত।"

অনুষদের অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিসিপ্লিনের অপর আরেক শিক্ষার্থী ইমরান কবির অপি বলেন, "১৫ বছরের ফ্যাসিস্ট শাসনে আমরা যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিলাম, ৫ আগস্ট আমরা সেই অপশক্তির হাত থেকে মুক্তি লাভ করেছি। শহীদদের অবদানের স্মরণে এই স্মৃতি স্তম্ভের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় এবং এটি সকল শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।"

উল্লেখ্য, চত্বরটি পূর্বে বঙ্গবন্ধু চত্বর নামে পরিচিত ছিল। তবে, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চত্বরটির নাম পরিবর্তন করে বিজয় ২৪ রাখা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পবিপ্রবি,বিজয় চত্বর উদ্বোধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close