ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন
কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, চানাচুর, ব্রেডসহ বিভিন্ন খাদ্যদ্রব উৎপাদন করার অপরাধে ও ফ্যাক্টরিটির লাইসেন্স নবায়ন না থাকায় নন্দন ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৪ টায় পৌর শহরের ভৈরবপুর উওর পাড়ার নাটালের মোড় এলাকায় ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট রেদুয়ান আহমেদ রাফি এ জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী অঞ্চলের বিএসটিআইয়ের ফিল্ড অফিসার এএফএম হাসিবুল হাসান ও ভূমি অফিসের নাজির সালেক রহমান।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতে বিচারক নির্বাহী ম্যাজ্রিস্ট্রেট রেদুয়ান আহমেদ রাফি বলেন, ফ্যাক্টরিটির লাইসেন্স নবায়ন না থাকায় ও ভিতরে পরিবেশ স্বাস্থ্যসম্মত না থাকায় আমরা সচেতনমূলক কার্যক্রম করেছি এবং এর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।