মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০২৪

সতেরো বছর পর মানিকছড়িতে আসছেন বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়া

ছবি : প্রতিদিনের সংবাদ

দীর্ঘ সতেরো বছর পর আগামীকাল বুধবার মানিকছড়িতে আসছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া।

১৭ বছর পরে মানিকছড়ির মাটিতে তার আগমনকে কেন্দ্র করে উপজেলা সদরের টাউন হল প্রাঙ্গণে সাঁজসাজ রব। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের পুরো আমতলা এলাকা। নেতাকর্মীদের মাঝে বইছে এক ধরণের উৎসবের আমেজ।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম জানান, প্রায় ১৭ বছর ধরে খাগড়াছড়িবাসীর অহংকার জননন্দিত নেতা ওয়াদুদ ভূঁইয়াকে মানিকছড়ির মাটিতে পা রাখতে দেয়নি আ.লীগের গুন্ডাবাহিনীরা। তিনি কোনো সভা সেমিনারেও অংশ নিতে পারেনি। উপজেলা বিএনপি যতবার তাকে এখানে আনতে চেয়েছে ততবারই আ.লীগের গুন্ডাবাহিনী বাধা দিয়েছে। অবশেষে কাল বুধবার উপজেলার টাউন হল প্রাঙ্গণে সম্প্রীতি সমাবেশে যোগ দেবেন। বহু নেতাকর্মী তাকে দেখার ও বক্তব্য শুনার অধির আগ্রহে আছেন। আশা করি আগামীকালের সম্প্রীতি সমাবেশে উপজেলার সর্বস্তরের জনসাধারণ এতে অংশ নেবে।

সাধারণ সম্পাদক মো. মীর হোসেন জানান, সতেরো বছর পরে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার আগমনকে কেন্দ্র করে আয়োজনের শেষ মুহুর্তের প্রস্তুতির চলছে। আশা করছি আগামীকালের সম্প্রীতি সমাবেশে স্বরণকালের সবচেয়ে বেশি জনসমাগম ঘটবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকছড়ি,বিএনপি,ওয়াদুদ ভূঁইয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close