আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীর অগ্রনী ব্যাংকের জালজালিয়াতী
মৃত্যু ব্যক্তির নামে ঋণ উত্তোলন
বরগুনার আমতলীতে মৃত্যু ব্যক্তির ছবি জন্ম তারিখ জালিয়াতি করে ঋণ উত্তোলন করা ও জমা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগির পরিবার থেকে অগ্রনী ব্যাংক আমতলী শাখার সাবেক মাঠকর্মী মো. ইউছুফ আলী ও সাবেক শাখা ব্যবস্থাপক গোলাম মস্তফার বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রবিবার (১১ নভেম্বর) ভুক্তভোগির পরিবারের সদস্য মো. শারিয়ার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়. এ মামলার ১ নং আসামী সাবেক ব্যাংক মাঠকর্মী মো, ইউছুফ আলী ২ নং আসামী সাবেক ব্যবস্থাপক মো. গোলাম মস্তফার সহযোগিতায় দীর্ঘদিন ধরে জালজালিয়াতী করে ভুয়া লোক সাজাইয়া অগ্রনী ব্যাংক আমতলী শাখা থেকে ঋণ তুলে কোটি টাকা আত্মসাৎ করেছেন।
১ নং আসামী মো. ইউছুফ আলী অগ্রনী ব্যাংক আমতলী শাখায় ২০১২/২০১৩ অর্থ বছরে মাঠকর্মী হিসাবে কর্মরত ছিলো। ২ নং আসামী ২০১২/২০১৩ অর্থ বছরে অগ্রনী ব্যাংক আমতলী শাখায় ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। বাদী শাহরিয়ারের দাদা মো. কদম আলী পিতা মনির উদ্দিন মাতা তোমেরজান বিবি ইং ০৫/০৩/১৮৯৬ সালে জন্মগ্রহন করেন এবং ০৩/০১/১৯৭৬ সালে মৃত্যুবরন করেন।
মামলার আসামীরা মো. কদম আলীর স্বক্ষর ছবি জন্ম তারিখ মায়ের নাম জালিয়াতী করে ঋণ আবেদন ফর্ম তৈরি করে মো. কদম আলির ছবি পরিবর্তে কদম আলীর ছেলে শানু চৌকিদারের ছবি ব্যবহার করে ১ নং আসামী মো. ইউছুফ আলী পরিদর্শক সাজিয়ে পরিদর্শক হিসাবে স্বক্ষর করে ২ নং আসামী গোলাম মস্তফার সহযোগিতায় ঋণ আবেদনটি পাশ করে ভুয়া দরখাস্তটি খাটি হিসাবে ব্যবহার করে অগ্রনী ব্যাংক আমতলী শাখা হইতে মো. সেলিম মিয়াকে জামিনদার বানিয়ে ২০ হাজার টাকা উত্তোলন করে ভাগাভাগি করে নেন।
বিগত ৫/৯/২৪ খ্রীঃ তারিখ মো. খলিল নামের মাঠকর্মকর্তা মামলার বাদী শাহরিয়ারের বাড়ী গিয়ে কদম আলীর নামে আমতলী অগ্রনী ব্যাংক শাখায় ৪০ হাজার টাকা ঋন আছে বলে জানায় । ঋণ দ্রুত পরিশোধ না করলে অন্যথায় মামলা হবে বলে জানান। এ ঘটনা মামলার বাদী জানার পর আমতলী অগ্রনী ব্যাংকে গিয়ে ঋণ সংক্রান্ত নথি খুজে জালজালিয়াতীর এ তথ্য পান।
মো. কদম আলীর ঋণ আবেদনে দেখা যায়. জন্ম তারিখ কদম আলী পিতা মনির উদ্দিন মাতা মোসা. লালসন বিবি জন্ম তারিখ মে ১৯৫৭ জাতীয় পরিচয় পত্র নং ০৪০৫১৩২৮২৩৬৯১ ।আমতলী সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক মৃত্যু সনদে দেখা যায়, কদম আলী পিতা মনির উদ্দিন মাতা তোমেরজান বিবি জন্ম তারিখ ০৫/০৩/১৮৯৬ খ্রীঃ মৃত্যুর তারিখ ০৩-০১-১৯৭৬ খ্রীঃ তারিখ। এ ছাড়া ও আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের ২৫/৩০ জন ব্যক্তির নাম ঠিকানা জন্ম তারিখ জালজালিয়াতী করে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন মামলার আসামীরা বলে মামলার বাদী শাহরিয়ার। এ ঘটনায় মো. কদম আলীর নাতি মো. শাহরিয়ার আমতলী সিনিয়র জুডিমিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন । বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বরগুনার গোয়েন্ধা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দেয়ার আদেশ প্রদান করেন।
এ মামলার ১ নং আসামী মো. ইউছুফ আলীর মুঠোফোনে একাধিবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ২ নং আসামী গোলাম মস্তফা বলেন আমি এখন অবসরে চলে গেছি, এঘটনায় আমি নির্দোষ। অনিয়ম হয়ে থাকলে মাঠকর্মী দায়ী থাকবেন। একজন ব্যবস্থাপক হিসাবে মাঠ কর্মী যে প্রতিবেদন দিবেন আমরা তাই দেখি। বর্তমান আমতলী অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মো. রাসেল বলেন মামলা হয়েছে শুনেছি। কদম আলীর নামে ঋণ ছিল গ্রারান্টার সেলিম মিয়া ঋনের টাকা জমা দিয়েদিছে।
মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা গোয়েন্ধা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশিরুল আলম বলেন মামলাটির তদন্ত চলছে । তদন্ত পূর্বক সঠিক প্রতিবেদন দেওয়া হবে।