কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
কিশোরগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের ৩ দিন পর কলেজছাত্র লিশাদ হোসেন এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নিতাই ইউনিয়নের বেলতলীরঘাট ব্রিজের পাশে চাড়ালকাটা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক সদর ইউনিয়নের মুশা শফিমিয়ারপাড়া গ্রামের মমিদুল হকের ছেলে ও কিশোরগঞ্জ বিএমআই কলেজের ছাত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গোলাম রব্বনী (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সে মুশরুত পানিয়ালপুকুর বেলতলী গ্রামের আব্দুল হাই ওরফে ধনী মামুদের ছেলে। নিহতের এলাকাবাসি জানায়, ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে শনিবার সন্ধায় লিশাদ বাড়ি থেকে বেড়িয়ে যায়। রাতে ফেরত না আসায় পরিবারের লোকজন পরদিন থেকে তার সন্ধান চালায়। মঙ্গলবার সকালে বেলতলীরঘাট এলাকায় নদীতে স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে লিশাদের বাবা-মা সেখানে গেলে মরদেহ সনাক্ত করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।